শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা ও ক্ষুদ্র ঋণ প্রদান 

আরো খবর

পাইকগাছা প্রতিনিধি:“সমাজসেবার প্রচেষ্টা, এগিয়ে যাবে দেশটা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে গরীব, অসহায়, দুস্থ রোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা বাবদ এককালীন আর্থিক অনুদান বিতরণ সহ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ-পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আরএমপি) এর আওতায় বিনিয়োগ, পুনঃ বিনিয়োগকৃত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে এসকল অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এসময় উপজেলার ২৯ জন দুস্থ ও অসহায়দের চিকিৎসার জন্য ৭০ হাজার টাকা এবং ৩৬ জনকে বিভিন্ন স্কিমে ১১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ