শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় মিষ্টির দোকানে অভিযানে জরিমানা আদায়

আরো খবর

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার সরল জিরোপয়েন্টে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা  করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এ সময় যাদব ঘোষ ডেয়ারীর মালিক ব্রজেন ঘোষকে অস্বাস্থ্য পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য উৎপাদন যা জনগণের স্বাস্থ্যের জন্য হানিকর ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন  অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে সংশোধনের সময় দেয়া হয়। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পঁচা মিষ্টি ধ্বংস করা হয়। প্রসিকিউশন  অফিসার ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার  তুহিন বিশ্বাস, আনসার সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এবং জনসচেতনতার জন্য নির্দেশনা দেয়া হয়, একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল নষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ