পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আলোচনা সভা,সনদ পত্র প্রদান,যুব লোনের চেক ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাবস্থাপক জয়ন্ত ঘোষ। বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন রাজা,উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, সিরাজুল ইসলাম,এনসিপির প্রধান সমন্বয়ক হাফিজ বিন আমিন, যুগ্ম সমন্বয়ক জি এম মিসবাহ আহমেদ,শম্পা সাধু, মুক্তি সরদার প্রমূখ।

