শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অষ্ট প্রহর ব্যাপী ৪২ তম যজ্ঞানুষ্ঠান পালিত

আরো খবর

তালা জাতপুর পাল পাড়ায় অষ্ট প্রহর ব্যাপী ৪২ তম যজ্ঞানুষ্ঠান পালিত

পাটকেলঘাটা (সাতক্ষীরা)

শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অষ্ট প্রহর ব্যাপী ৪২ তম যজ্ঞানুষ্ঠান তালা আলাদীপুর জাতপুর পাল পাড়া রাধা গোবিন্দ মন্দিরে শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।
গত ৩০ মে সোমবার মঙ্গল ঘট স্থাপন শ্রীমত ভগবাত আলোচনা ও অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ৩১ মে অরুনাদ্বয় হতে অষ্ট প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন সহযোগে সেবা কার্যাদী পালিত হয়। নাম সূধা পরিবেশনায় ছিলেন সর্বসূধা সম্প্রদায় খুলনা, গুরুভক্ত সম্প্রদায় খুলনা, আদি গীতা সম্প্রদায় খুলনা, আদি নিতাই গৌর সম্প্রদায় সাতক্ষীরা, মঞ্জুশ্রী সম্প্রদায় খুলনা, পাকে বিহারী সম্প্রদায় যশোর। সবশেষে প্রভাতে কুঞ্জ ভঙ্গ, নগর পরিক্রমা, দধি মঙ্গল, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ। রাত ১০ টায় সনাতন ধর্মীয় যাত্রাপালা “ভক্ত সুদামা” পরিবেশনায় শ্রীকৃষ্ণ নাট্য সংস্থ্যা, গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ