মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আগামীকাল (১৫ আগষ্ঠ) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল সফল করতে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে মতবিনিময় করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আজ দুপুর ১২টাই আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম।
মতবিনিময় সভায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিলের পাশাপাশি ১৫ই আগষ্ঠ জুম্মার নামাজের পর মণিরামপুর উপজেলা ব্যাপি মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির মিডিয়া সেল।
উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই,সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর,উপজেলা বিএনপির নেতা আজিবার রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

