পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছার আল-আমিন মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের জন্য নির্মিত ওয়াশ ব্লক ও বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এসকল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
ওয়াশ ব্লক ও বৃক্ষরোপণ উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। মাদ্রাসার সুপার মোঃ বাহারুল আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, প্রকল্প ব্যাবস্থাপক মোঃ ওমর ফারুক, মনিটরিং অফিসার মোঃ ইসরান পারভেজ, নবলোকের প্রকৌশলী মোঃ সাজ্জাদ সরদার।
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, ওয়াশ ব্লক নির্মাণে স্যানেটারি ল্যাটিন এবং সুপেয়ও পানির জন্য ” আরডি” ৬ টি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। যা নির্মাণে খরচ হয়েছে ১৯ লাখ টাকা।

