শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া অনুষ্ঠিত

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ খাইরুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু ও মোঃ সালাউদ্দিন হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা।

 

শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ খান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন ও সদস্য সচিব মোঃ বদিউজ্জামানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

আলোচনা সভা শেষে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ