শেখ সেলিম, বেনাপোল:যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে বহির্গমন কার্ড প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে ইমিগ্রেশন এপিবিএন সদস্যরা।
এপিবিএন ক্যাম্প ইনচার্জ পরিদর্শক সন্তু বিশ্বাস জানান, ভারতগামী যাত্রীদের কাছে জাল বহির্গমন ফরম সরবরাহ করে জোরপূর্বক টাকা আদায়ের সময় তাদের হাতে-নাতে ধরা হয়। পরে প্রতারণার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, বর্তমানে যাত্রীদের বহির্গমন প্রক্রিয়ায় কোনো ফরম পূরণের প্রয়োজন নেই। ইমিগ্রেশন ডেস্ক অফিসাররা সরাসরি পাসপোর্ট দেখে অনলাইনে তথ্য এন্ট্রি করে থাকেন। কিন্তু একটি প্রতারক চক্র পুরনো নিয়মের কথা বলে জাল ফরম সরবরাহ করে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্র চেকপোস্ট এলাকায় সক্রিয় ছিল। এতে যাত্রীরা প্রায়ই হয়রানির শিকার হতেন। এ ঘটনায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

