শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ এএসআই হলেন তারিকুল 

আরো খবর

সমীর রায়, আশাশুনি : আশাশুনি থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ তারিকুল ইসলাম (নিরস্ত্র) সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ এএস আই এস এম নির্বাচিত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) জেলা মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এএসআই এসএম তারিকুল ইসলামকে পুরস্কার প্রদান করেন।
গত জুলাই মাসে আশাশুনি থানায় অধিক হারে সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানা তামিল সহ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা তদন্ত করে তার রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
তারিকুল ইসলাম বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন সময় একাধিকবার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারও অর্জন করেছিলেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিনের দিক নির্দেশনায় প্রতিনিয়ত থানা পুলিশের এই চৌকস পুলিশ কর্মকর্তা গত ২৮/০৪/২৫ ইং তারিখে যোগদানের পর থেকে থানায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে সফলতা অর্জন করে যাচ্ছেন।

আরো পড়ুন

সর্বশেষ