শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু 

আরো খবর

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে  টিপু মুন্সী (৫৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে । রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে চন্ডীবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে তাঁর নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মুন্সী হাবিবুর রহমান ওরফে শাম মুন্সীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন টিপু মুন্সী।

গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে বিষধর সাপ তাঁকে কামড় দেয়। এ ঘটনায় প্রথমে তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ঝাড়ফুঁক করে কোনো ফল না হলে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন

চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, রাতে প্রকৃতির ডাকে বাইরে আসার সময় সাপে দংশন করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন টিপু মুন্সী। হাসপাতালে নেয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ