শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ৪ ব্যবসায়ী ও উদ্যোক্তা কে সম্মাননা

আরো খবর

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মতবিনিময়, মাছের পোনা অবমুক্ত ও পুরষ্কার বিতরণী সহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে ” অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি ” প্রতিপাদ্য বিষয়ের উপর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, “মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার ” শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও সায়মা সুলতানা সোনিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা প্রাথমিক এডুকেশন প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন। মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, বীরমুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, উদ্যোক্তা মেহেদী হাসান শিক্ষক প্রদীপ শীল ও হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।
এসময় উপজেলা  শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ, নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশিদ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার,  বিএনপি নেতা সেলিম রেজা লাকি, প্রণব কান্তি মন্ডল, জামায়াত নেতা সম আব্দুল্ল্যাহ আল মামুন, ক্ষেত্র সহকারী রণবীর সরকার, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, সেক্রেটারি এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা,  আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, নাসিম আহমেদ আনসারী, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক বেলাল মোড়ল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সফল চিংড়ী চাষি হিসেবে আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু, মৎস্য চাষি সিদ্দিক আলী, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও মৎস্য উদ্যোক্তা মেহেদী হাসান কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ