নিজস্ব প্রতিবেদক :“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ তিনজন মাছ চাষীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
মনিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন অনুপম ঘোষ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মাছ ঘের চাষী, উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চিংড়ি, পাবদা ও কার্প জাতীয় মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার প্রায় ২৫ হাজার মাছ চাষীর মধ্যে থেকে শ্রেষ্ঠ তিনজন চাষীকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
উল্লেখ্য, গত মাসে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের কথা থাকলেও বিমান দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। চলতি মাসের ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এ মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

