শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

১৩ কোটি মূল্যের ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

আরো খবর

 

১৩ কোটি ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:::

তিনটি প্রাইভেটকার থেকে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ টাকা মূল্যের ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে যশোরের মাগুরা সড়কের বাহাদুরপুর গ্রাম থেকে। এ সময় ছয় জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেনাপোলের দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুর জেলার ঘাঘুারয়া গ্রামের রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লা জেলার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারির ছেলে শাহজালাল, মাদারীপুর জেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি গ্রামের মতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি। মঙ্গলবার দিনগত রাত তিনটার সময় বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই সোনা উদ্ধার করা হয়।

বিকাল চারটায় যশোর ৪৯ ব্যাটেলিয়ানের লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ