শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন “বিলুপ্ত দেশি মাছ রক্ষার আহ্বান”

আরো খবর

সমীর রায়, আশাশুনি : বিলুপ্ত প্রায় দেশি মাছ রক্ষার আহ্বান জানিয়ে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদে আলোচনা সভা থেকে ১৮ থেকে ২৪ আগষ্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটির আয়োজনে উপজেলার ৩৬ টি মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি র‌্যালি বের করা হয়। পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন কীটনাশক ব্যবহারের ফলে আমরা দেশি মাছ হারাতে বসেছি। তাই বিলুপ্ত প্রায় দেশি মাছ রক্ষায় আমাদের পরিকল্পিতভাবে ধান ও মাছ চাষ করতে হবে। এছাড়া নদীতে নীল নেট ব্যবহার করে একদল অসাধু মানুষ মৎস্য সম্পদ ধ্বংস করে চলেছে। চিংড়ি মাছে অপদ্রব্য পুশ বন্ধ করতে হবে এবং সরকারি সড়ককে মৎস্য ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার না করে ব্যক্তিগত চিন্তা বাদ দিয়ে আমাদের দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে।
মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মৎস্যজীবি সমিতির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক খায়রুল আহসান, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, আইসিটি অফিসার আক্তার ফারুক বিল্লাহ, প্রভাষক জহুরুল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান।
আলোচনা সভা শেষে উপজেলার ক্লাস্টার পদ্ধতিতে শ্রেষ্ঠ মাছ চাষী শাহারুজ্জামান, শ্রেষ্ঠ চিংড়ি চাষী ইউপি সদস্য আঃ হান্নান পাড় ও মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদের মসজিদ পুকুরে বিভিন্ন প্রজাতির ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ