শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে আনসার – ভিডিপি’র বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

আরো খবর

সমীর রায়, আশাশুনি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আশাশুনি উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে চাপড়া রিভার ভিউ কেওড়া পার্কে মেহগনি গাছ রোপণ করে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনায় সারা দেশে আনসার ভিডিপি বাহিনীর চলমান বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে আশাশুনিতে এ কর্মসূচি পরিচালনা করছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন।

বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমাদের গাছ লাগানোর কোন বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তাকে প্রাকৃতিক সম্পদে পরিণত করতে হবে। তিনি বর্ষা মৌসুমে সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সুজন মিত্র, প্লাটুন কমান্ডার ইসলাম চৌধুরী, মোছাঃ মারুফা খাতুন সহ স্ব স্ব ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ