শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: “দুর্নীতির বিরুদ্ধে একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে গনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.আবুল কালাম বাবলা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুজ্জামান। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাইল আশেকে মাগফুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলফাতুননেছা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেন। এতে একটি গ্রুপে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিপি কর্মকর্তা সন্দিপ কুমার মন্ডল, দেবহাটা কলেজের প্রভাষক মির্জা মহসিন আলী ও আকবর হোসেন। এছাড়া অপরগ্রুপে মডারেটরের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, বিচারকের দায়িত্ব পালন করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিমুজ্জামান, সুবর্ণাবাদ সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা সাদিকুল ইসলাম। টাইম কিপার ছিলেন শিক্ষক আবু সেলিম ও জসিম উদ্দীন।

আগামী বৃহস্পতিবার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বিজয়ী দলগুলোর অংশগ্রহণে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড সম্পন্ন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরো পড়ুন

সর্বশেষ