শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে ইউপি পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

আরো খবর

 

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।

রুপান্তরের গো ফর ইমপ্যাক্ট প্রজেক্টের বাস্তবায়নে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

প্যানেল চেয়ারম্যান মোঃ শরিয়তুল্লাহর সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কো- অর্ডিনেটর (ক্যাপাসিটি বিল্ডিং) জোহরা খাতুন ও কো-অর্ডিনেটর (সাব ডিস্টিক্ট লিয়াজোঁ) খায়রুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, শাহিনুর ইসলামসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, ৯টি সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ‌।

কর্মশালায় খাতওয়ারী বিভাজন, পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন আন্তঃখাত, বিভিন্ন কমিটি, প্রতিষ্ঠানিক কমিটি গঠন ও উন্নয়ন পরিকল্পনার আওতাভুক্ত নয় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ