শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে অনন্যা ঘোষ ডেয়ারিকে ৫০ হাজার টাকা জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌরাস্তার শাখার অনন্যা ঘোষ ডেয়ারির দোকানে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে চৌরাস্তার মোড়ের অনন্যা ঘোষ ডেয়ারির দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, সাড়ে ৮শ গ্রামের দইয়ের পাত্রে ৮০ গ্রাম দই কম রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানের মালিক মিহির কুমার ঘোষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ