আজ সকাল দশটায় যশোর জেলা প্রাণীসন্পদ অফিসের পক্ষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রাণী সন্পদ কার্যালয়ে। যশোর জেলা প্রাণী সন্পদ অফিসার ডাঃ রাশেদুল হকের সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হোসেন টুকুন। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন, যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, যশোর জেলা মৎস্য জীবী লীগ নেতা শাহীদ ইমরান সবুজ, শেখ পিয়ার মুহাম্মদ পিয়ার, জাকির হোসেন প্রমুখ।সভায় বক্তারা বলেন, গরুর খুরা রোগের ভ্যাকসিন সময়মতো খামারীরা যাতে পায় সেই ব্যবস্হা করতে হবে। খামারী যাতে দুধের প্রকৃত মুল্য পায় সেজন্যে মিল্ক ভিটার কেন্দ্র চালু করতে হবে। ভারতীয় গরু যাতে দেশে আসতে না পারে সেদিকে তদারকি করা দরকার। প্রধান অতিথি তার বক্তৃতায় প্রাণী সন্পদ সেক্টরের উন্নয়নে সকল পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। বার্তা প্রেরকঃ সাধন মল্লিক যুগ্ম আহবায়ক যশোর জেলা মৎস্য জীবী লীগ
বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগ যশোরে মিল্ক ভিটার কেন্দ্র চালুর দাবি

