শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে  মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। রাত সাড়ে ১২টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর বুঝতলা নামক  স্থানে জয়দেব সরকার (৫০) নামে একজন স্বর্ণের দোকানের কর্মচারী এবং একই ভোর রাতে মধ্যকুল এলাকায় পথচারী আবুল কাশেম (৭৫) নামে অপর একজন নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের একটি স্বর্ণের দোকানে জয়দেব সরকার কারিগরের কাজ করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাই সাইকেলের পিছনে একটি গ্যাস সিলিন্ডার বেঁধে বাড়িতে ফেরার পথিমধ্যে রাত সাড়ে ১২ টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের বুঝতলা নামক জায়গায় পৌঁছলে চুকনগরগামী  মোটর সাইকেলের (নং -খুলনা মেট্রো হ -১৪-২৯৭০) পিছনে অজ্ঞাতনামা একটি পিকআপ ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেবের বাইসাইকেলের পিছনে গিয়ে ধাক্কা দেয়।
এতে জয়দেব সরকার বাইসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে ঘটনা¯’লাই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক শাওন হোসেন (২৭) পাকা রাস্তায় পড়ে গুরতরও জখম হয়।  স্থানীয় লোকজন কেশবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শাওন হোসেনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে মঙ্গলবার দিবাগত ভোর সাড়ে ৬ টার দিকে পেঁয়াজ বোঝাই ট্রাক (যার রেজিঃ নং- যশোর -ট ১১-৫২৪২) চুকনগর থেকে যশোরের দিকে যাওয়ার সময় মধ্যকুল এলাকায় পায়ে হেঁটে যাওয়া পথচারী মধ্যকুল মাঝেরপাড়ার আবুল কাশেমকে পিছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনা¯’লেই মারা যান।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। উভয় ঘটনায় থানায়  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ