শেখ সেলিম, বেনাপোল:
চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নাভারণ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
ওসি রবিউল ইসলাম দৃঢ় কণ্ঠে বলেন, “শার্শার মাটিতে কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি বা সন্ত্রাসের জায়গা হবে না। আইন নিজের গতিতে চলবে, আর অপরাধী যেই হোক, তাকে ছাড় দেয়া হবে না।”
তিনি আরও জানান, চুরি, ছিনতাই, মাদক বা সন্ত্রাস—যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি থানার কোনো সদস্য এসব অনিয়মে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং ভুক্তভোগীদের থানায় এসে নির্দ্বিধায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
এর আগে নাভারণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে ওসি রবিউল তাদের চাঁদা না দেয়ার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে। অপরদিকে, চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ছিনতাই ও চাঁদাবাজির কারণে জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছিল। পুলিশের এই কঠোর অবস্থান তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।
তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শার্শায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হবে।

