শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চলে গেলেন যশোরের প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রবীণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই। আজ (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রবীণ সাংবাদিক, লেখক ও কবি রুকুনউদ্দৌলাহর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ দির্ঘদিন হার্টজনিত রোগে ভুগছিলেন। তাঁর হাটা ও চলাফেরা স্বাভাবিক ছিল না। নিয়মিত ঔষুধ খেয়ে জীবন পার করছিলেন। তবে তাঁর লেখুনি থেমে ছিল না। বেশিরভাগ সময় তিনি রিকশা, অন্যের মোটরসাইকেলে চেপে সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণধর্মী সংবাদ, ফিচার ও কলাম লিখতেন।

সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে গত ২৭ জুলাই তিনি ভর্তি হন। হাসপাতালটিতে তিনি দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হার্টে ৩টি রিং স্থাপন শেষে বৃহস্পতিবার যশোরে ফেরেন।

রুকুনউদ্দৌলাহর পিতা মরহুম মোকসেদ আলী। রুকুনউদ্দৌলাহ’র শৈশব-কৈশোর কেটেছে নওগাঁয় সেখানে থাকতেন অগ্রজ আসফউদ্দৌলা’র কাছে। নওগাঁ কেডি স্কুলে পড়াকালীন বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা। রাজনৈতিক সচেতন রুকুনউদ্দৌলাহ পরিবারের সাথে চলে যান ভারতে। সেখানে শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে ফ্রিডমফাইটার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ধর্ম, মানবতা, সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশায় যাননি। দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ‘দৈনিক সংবাদ’ এর সাথে জড়িত চার দশক ধরে।

‘সংবাদ’ এ তার নিয়মিত কলাম ‘গ্রাম-গ্রামান্তরে’ বেশ জনপ্রিয় ছিল। তিনি চ্যানেল আই, রেডিও টুডেতে কাজ করেছেন। যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক রানার, দৈনিক কল্যাণ’-এ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের তিনি প্রকাশক ও সম্পাদক।

এ পেশায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন আইডিই পুরষ্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন বজলুর রহমান স্মৃতিপদক।

শ্রাবণ প্রকাশনী থেকে ‘গ্রাম-গ্রামান্তরে’, নবযুগ প্রকাশনী থেকে ‘মুক্তিযুদ্ধে যশোর’, নবরাগ প্রকাশনী থেকে ‘আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ’, ‘মানুষের ভাবনা মানুষের কথা’ এবং ‘ছোট ছোট কথা অচেনা মানুষ’ নামে বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুতে যশোরে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন

সর্বশেষ