শেখ সেলিম, বেনাপোল প্রতিনিধি:
শার্শা বন্যায় পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ৯নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে ৫০টি পরিবারসহ অন্যান্য ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন, “প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে এলাকার মানুষ দুর্ভোগে পড়ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দাউদখালী রুদ্রপুরে সুইচগেট ও বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁধ তৈরি হলে ভবিষ্যতে এমন বন্যার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৬ টন ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আগামী দিনে বাকি ১০ টন চাল সহ শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, লবণ, মশলা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। প্রশাসন পর্যায়ক্রমে আরও ত্রাণ পৌঁছে দেবে, যাতে কোনো বন্যার্ত পরিবার ক্ষতিগ্রস্ত না হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং উলাশী ইউনিয়নের প্রশাসক মোঃ রাশেদুজ্জামান রাসেদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

