মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী যাদবপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৮৭৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ এ বাজেটটি ঘোষনা করেন।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,আব্দুল খালেক,আনছার আলী,শুকুর আলী,যাদবপুর প্রগতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম,ইউপি সদস্য বাবুল সদ্দার,আশাদুল ইসলাম,মোহাম্মদ আলী,মহিফুল ইসলাম,টুটুল মিয়া,আরিফুল ইসলাম,নুর মোহাম্মদ,তামিম হোসেন,সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাজেরা খাতুন,রাবেয়া বেগম,চায়না খাতুন প্রমুখ।
মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষনা

