শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে ১ লাখ ২৫ হাজার টাকা চুরি

আরো খবর

‎শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে দুর্বৃত্তরা ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করেছে। ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশকারী চোরচক্র সিসিটিভির হার্ডডিস্কও সঙ্গে নিয়ে গেছে।

‎বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। ধারণা করা হচ্ছে, চুরির ঘটনা গতরাতে ঘটে। চোরচক্র ভবনের পেছনের দিকে মই ব্যবহার করে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা এবং সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ব্যাংক খোলার সময় কর্মচারীরা চুরির বিষয়টি শনাক্ত করে পুলিশকে খবর দেন।

‎শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ব্যাংকের ভল্টের তালা ভেঙে টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন

সর্বশেষ