শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ডাক্তার রাজিব সরদারের বিরুদ্ধে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আরো খবর

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাক্তার রাজিব সরদারের অনিয়ম, দূর্ণিতী ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনূষ্টিত হয়েছে। রবিবার ( ৩১ আগষ্ট) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাক্তার রাজিব সরদারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার এবং  অর্থ লুটপাটের সীমাহীন দূর্ণিতী করেছে। তার প্রমাণ সরুপ ২০২৩-২৪ অর্থ বছরে ঔষধ ক্রায় সংক্রান্ত বিল বাবদ ৩০ লাখ ৬২ হাজার টাকা, এইচইডির বরাদ্দকৃত নতুন ভবন মেরামতের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারের জোগসাজসে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও মা ও শিশুদের স্বাস্থ্য শিক্ষার জন‍্য প্রজেক্টর কেনার ৮০ হাজার টাকা, মা ও শিশুদের কল‍্যানে শিশু বন্ধব প্রোগ্রামের জন‍্য বরাদ্দকৃত ১২ লাখ টাকা। পরিস্কার পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়ের জন‍্য ১ লাখ ৮০ হাজার টাকা। ধোলাই বিল বাবদ ঠিকাদারের মাধ‍্যমে ৭ লাখ টাকা। মনিহারি বিল বাবদ ঠিকাদারের মাধ‍্যমে ২ লাখ টাকা আত্মসাৎ করেছে রাজিব সরদার।

তিনি আরো বলেন, সরকারি মটরযানের পেট্রোল ওয়েল ও লুব্রিকেন্ট বাবদ ১৩ লাখ টাকা। ৪র্থ শ্রেণীর পোশাক দেওয়ার নামে ৬০ হাজার ৪শ টাকা। এ‍্যম্বুলেন্স ও মটরযান মেরামত বাবদ২ লাখ ৬৪ হাজার টাকা। কম্পিউটার মেরামত সংরক্ষণ বিল ১ লাখ ৪৬ হাজার টাকা লুটপাট করেছে।

২০২৪-২৫ অর্থ লোপাটের ফিরিস্তি উচ্চারণ করে শফিকুল ইসলাম বলেন, ঔষধ ক্রয় সংক্রান্ত ৩২ লাখ টাকা। পরিস্কার পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়ের জন‍্য ১ লাখ ৫৩ হাজার টাকা। ধোলাই বিল বাবদ ঠিকাদারের মাধ‍্যমে ৮ লাখ ২০ হাজার টাকা। মনিহারি বিল বাবদ ঠিকাদারের মাধ‍্যমে ১ লাখ ৬৬ হাজার টাকা। সরকারি মটরযানের পেট্রোল ওয়েল ও লুব্রিকেন্ট বাবদ ১৪ লাখ টাকা। আসবাবপত্র ক্রয় ও মেরামত বাবদ ৪১ হাজার টাকা।এ‍্যম্বুলেন্স ও মটরযান মেরামত বাবদ ১ লাখ ২০ হাজার টাকা।

কম্পিউটার মেরামত সংরক্ষণ বিল ৭৮ হাজার টাকা। অফিস সরম্ভাম ক্রয় বাবদ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেছে ডাক্তার রাজিব সরদার। এছাড়াও হাসপাতাল কোয়াটারে ডাক্তার প্রাক্টিস, ইমারজেন্সী কেবিন, প‍্যাথালজিসহ সকল অর্থ আয়কারি খাত থেকে মাসুয়ারা নিতেন ডাক্তার রাজিব সরদার। ডাক্তার রাজিব দুই অর্থ বছরে দেড় কোটি টাকার উদ্ধে আত্মসাৎ করেছে।

এসময় তিনি সাংবাদিকদের মাধ‍্যমে এত বড় দূর্ণিতীবাজ ডাক্তার এর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরের উদ্বর্তন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ