শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে যুবক, অভিযুক্ত আটক

আরো খবর

শ্যমল দত্ত,চৌগাছা:
চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় এক নারীকে প্রথমে অনৈতিক প্রস্তাব দেয় এক যুবক। কিন্তু ওই নারী রাজি হননি। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ওই নারীর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ট্যানা। তা প্রত্যাখ্যান করায় বিভিন্নভাবে ক্ষতির পরিকল্পনা করছিলেন তিনি। রোববার দুপুরে ওই নারী বাড়িতে একা ছিলেন। এমন সময় প্রতিবেশী ট্যানা ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ওই নারী চিৎকার করলে ট্যানা তার আঙুল কামড়ে ধরেন। এতে করে নারীর আঙুল কেটে পড়ে যায়। পরে স্থানীয়রা চলে এলে ট্যানা সটকে পড়েন। বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে ট্যানাকে আটক করে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক অভিযানে তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বশেষ