শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরে ৪টি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আজ সকালে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসের গতিরোধ করে অমিত বিশ্বাসকে আটক করে। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬.৪৬ গ্রাম। যার বাজার মূল্য ৭০ লাখ ৩০ হাজার ১৮টাকা।

 

তিনি আরো জানান, অমিত বিশ্বাস ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলো। আটককৃত আসামিকে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ