সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের (দাদু) চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে তার দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের এক সেমাই কারখানা দখলের চেষ্টা এবং ৪৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে।
স্বেচ্ছাসেবক দলের প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, রফিকুল ইসলামকে ১ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের যাবতীয় কার্যক্রমসহ দলীয় পদ স্থগিত করা হলো। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া বলে সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।

