শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সীমান্ত ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আরো খবর

সুমন হোসাইন: সাতক্ষীরা জেলার সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলায় বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ৩৩ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি ফিতা কেটে বুথের উদ্বোধন করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের ক্যাপ্টেন শাদমান সাকিব, বিজিবি ব্যাটালিয়নের সদস্যবৃন্দ সহ সীমান্ত ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন ও সাতক্ষীরা উপশাখার ব্যবস্থাপক শামীম আহমেদ।

 

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ৩৩ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, সীমান্ত ব্যাংক বিজিবি ওয়েলফেয়ার দ্বারা পরিচালিত বাণ্যিজিক একটি ব্যাংক। সাতক্ষীরায় এটিএম বুথ স্থাপনের ফলে আধুনিক ব্যাংকিং সেবা বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্য ও স্থানীয়দের নাগালে এলো।

আরো পড়ুন

সর্বশেষ