নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার হাচলা গ্রামের একটি খাল থেকে সোহাগ মোল্যা (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোহাগ ওই গ্রামের শফি মোল্যার ছেলে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি সোহাগ। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু, তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে রাতে হাচলা গ্রামের খালে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে সোহাগের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা (সদর) হাসপাতালে মৃতদেহটি পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

