শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে অস্ত্র-গুলি উদ্ধার, চালক-হেলপার আটক

আরো খবর

শেখ সেলিম, বেনাপোল:
বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে কাঁচা মরিচ নিয়ে আসা একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তা তল্লাশি করেন। এ সময় চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি পাওয়া যায়। বাংলাদেশে অস্ত্র ও গুলি আনা নিষিদ্ধ হওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে। আটক দুজনকে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চালক দাবি করেন, আত্মরক্ষার কারণ দেখিয়ে অস্ত্র বহন করছিলেন। কিন্তু তারা প্রমাণস্বরূপ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আরো পড়ুন

সর্বশেষ