শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

‎ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

আরো খবর

‎বিশেষ প্রতিনিধি: ‎ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের চৌদ্দজন তরুণের প্রচেষ্টায় ও প্রতিভাস ঝিনাইদহ -এর আয়োজনে মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের কৃষক,ও শ্রমিকের মেধাবী সন্তানদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎গত শনিবার (০৬ সেপ্টেম্বর )আক্কাছ লেকভিউ পার্ক ও রিসোর্টে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রায় একশত এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

‎প্রতিভাস শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও উদ্যোগের পৃষ্ঠপোষক সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই আই ই আর এর পরিচালক প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও প্রফেশনাল সাইকোলজিস্ট সাব্বির আহমেদ জুয়েল, কৃতি শিক্ষার্থী মাহিনুর আলম, সায়মা খাতুন ও শিক্ষক জাহাঙ্গীর আলম ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবৃত্তিকার কানিজ ফাতেমা ত্বন্নি।

‎সংবর্ধনা অনুষ্ঠানে হ্যাভেন টিউনের  সহকারী পরিচালক রাসেল আহমেদ তন্ময়ের সংগীত পরিবেশনার মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

‎অনুষ্ঠানটি সোহেল রানা, মিজানুর রহমান, লিমন হোসেন,  শেখ নাজমুল,  তামিম, মুজাহিদ, তন্ময় চক্রবর্তী, আসলাম, মারুফ, তাওহীদ, আলমগীর, জাহিদ,ও আলামীন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ