বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টা বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় সর্বাত্বক হরতাল হরতাল সফল ও সার্থক করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা যুবদলের সাবেক সভাপতি ষাটগু¤জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা ফকির তারিকুল ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি।গতকাল মঙ্গলবার বিকেলে সদরের বারাকপুর বাজার মাঠে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় বক্তৃতা করেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাটগুম্বজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা ফকির তারিকুল ইসলাম,মো: হারুন অর রশীদ,বিএনপি নেতা আল মামুন টিপু,শেখ মহিদুল ইসলাম,মো: আলম মোল্লা,মো: শিমুল,মো: নুরুল ইসলাম,মো: আরিফ হোসেন প্রমুখ।পথ সভা শেষে একট বিক্ষোভ মিছিল বারাকপুর বাজারসহ রুপসা বাগেরহাট মহা সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।সভায় বক্তারাআগামী ১০,০৯,ও ১১,০৯,২৫ তারিখ জেলা ব্যাপী সব ধরনের যানবাহন চলাচল, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারী অফিস ও স্কুল কলেজ বন্ধ ছিল। মোংলা বন্দরে জেটেতে পন্য ওঠানামা ও পরিবহনও বন্ধসহ সকাল সন্ধ্যা হরতাল পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান।
বাগেরহাটের ৪৮ ঘন্টা হরতাল সফল করার দাবিতে বিক্ষোভ মিছিল

