শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শা সীমান্তে নারীসহ আটক ৪

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার পাতালীয়া গ্রামের আহাদ সরদারের ছেলে মিজানুর সরদার, অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা, যশোর কোতয়ালী থানাধীন বলাডাঙ্গা কাজীপুর গ্রামের ছরোয়ার বিশ্বানের মেয়ে শাপলা খাতুন ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার।

 

 

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, যশোর জেলার শার্শা থানার হরিশচন্দ্রপুর গ্রামসংলগ্ন এলাকায় চারজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ