ভ্রাম্যমান প্রতিনিধি:যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাংগা গ্রামে রিপন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার দিবাগত রাত শোয়া ১২টার দিকে বাড়ির উঠানে গলায় লুঙ্গি পেচানো অবস্থায় তার মরা দেহ পাওয়া যায়। নিহত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত: আব্দুস সামাদের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টা থেকে নিখোঁজ ছিলো রিপন। এরপর রাত শোয়া ১২টার দিকে বাড়ির উঠানে গলায় লুঙ্গি পেচানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে পাঠান। মরদেহ পরবর্তী কার্যক্রম ও ব্যাবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে।
কোতয়ালী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস আই) আনিচ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

