শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি:  ৩ মাসে ৭১ অস্ত্র-৯৪ কেজি স্বর্ণসহ আটক ১৬

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
 সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশসহ পাচার ঠেকাতে বিজিবিকে সর্বচ্চ সতর্কতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ও পাচাররোধে বিজিবিকে   তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহব্বান জানিয়েছেন  বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম। যার মোবাইল-০১৭৬৯৬০০৩৩৮।
বিজিবি কর্মকর্তা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান সম্প্রতি কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশের অপচেষ্টা চালাচ্ছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৩ মাসে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ০৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক,০৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড ২৭টি অন্যান্য অস্ত্র,২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলা বারুদ জব্দ করেছে।
এর মধ্যে বেনাপোল সীমান্তে গত ৭ সেপ্টম্বর ১ টি পিস্তল ও ৯৩ রাউন্ডগুলিসহ আটক হয়২ ভারতীয় নাগরিক। যশোর ৫৯ বিজিবি ব্যাটলিয়নের কর্মকর্তা জানান যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত আড়াই মাসে ৯৪ কেজি ওজনের ১১০ টি স্বর্নের বারসহ ১৬পাচারকারীকে আটক করা হয়েছে। যার মুল্য২২ কোটি টাকা। অস্ত্র মাদক স্বর্নসহ পাচার রোধে বিজিবিকে সর্বচ্চসতর্কাবস্থায রাখা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নের সাইফুল্লাহ সিদ্দিকী জানান  বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপশি চোরাচালানসহ পাচার রোধে কাজ করে আসছে বাহিনীর সদস্যরা। বাংলাদেশের   বিজিবির রয়েছে সাফল্য গাথা ইতিহাস।
এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন সীমান্ত চৌকিতে দিনরাত কাজ করে আসছে বাহিনীর সদস্যরা। নিয়মিত টহলসহ চোরাচালান ও পাচার প্রতিরোধে কাজ করছেন তারা।  ফলে ভারত ও বাংলাদেশ সীমান্তে বিজিবির আটক অভিযান অব্যাহত রয়েছে।
 এই বাহিনীর যশোর ৪৯ বিজিবি ব্যাটলিযনের সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করে স্বর্ণ,অস্ত্র, মাদক, নারী পুরুষসহ বিভিন্ন চোরাচালানীপণ্য।   গত আড়াই মাসের ব্যাবধানে  প্রায় ৯৪কেজি ওজনের ১১০টি স্বর্নেরবার সহ ১৬জন পাচারকারীকে আটক করেছে।  যার  আনুমানিক মুল্য ২২কোটি টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সর্ব শেষ ১১ সেপ্টম্বর যশোর থেকে ২ কেজি ওজনের ১৭ টি স্বর্ণেরবারসহ আটক হয় পাচারকারী। যার মুল্য৩ কোটি ৮ লাখ টাকা।
৪ সেপ্টেম্বর   যশোর রাজার হাট এলাকা থেকে ২ টি স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে এবং ২ সেপ্টম্বর মুড়ুলী এলাকা থেকে ৪৬৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণেরবারসহ  আটক করা হয়  অপর এক পাচারকারীকে। যার মুল্য  ৭০লক্ষ ৫০ হাজার টাকা।
২৮ আগস্ট যশোর কোদালিয়া এলাকায় ৫ কেজি ৪ গ্রাম ওজনের ৩৬ টি স্বর্ণেরবারসহ ৩ পাচার কারীকে আটক করা হয়। যার মুল্য ৭ কোটি ৯০ লক্ষ ৫০ হাজার  টাকা।
২১ আগষ্ট যশোর  এলাকা থেকে ৫৮৫ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণেরবারসহ  আটক করা হয় অপর এক পাচারকারীকে। যার মুল্য ৮৫ লক্ষ ৪৪ হাজার টাকা।
১৯আগষ্ট যশোর মুড়লী এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণেরবারসহ  আটক করা হয় পাচার কারীকে। যার মুল্য ৯৭লক্ষ ৭৬ হাজার টাকা।
৩০ জুলাই যশোর  মাহমুদপুর ষ্টেশন  এলাকা থেকে ৪২০ গ্রাম ওজনের ২ টি স্বর্ণেরবারসহ আটক করা হয় পাচার কারীকে। যার মুল্য ৬১ লক্ষ ৭৯ হাজার টাকা। ১৫ জুলাই  যশোর তারাগঞ্জ বাসষ্টান্ড এলাকা থেকে ৯৭০ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণেরবারসহ আটক করা হয় ২ পাচারকারীকে। যার মুল্য ১ লক্ষ ৪২ হাজার টাকা।
১৩ জুলাই  যশোর ধলগ্রাম বাসষ্টান্ড এলাকা থেকে১ কেজি ৩৯৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণেরবারসহ  আটক করা হয় পাচারকারীকে। যার মুল্য  ১ কোটি ৯২লক্ষ২২ হাজার টাকা।
৫ জুলাই  যশোর মুরাদনগর  এলাকা থেকে ৩ কেজি ৯৫ ওজনের ২০টি স্বর্ণেরবারসহ  আটক করা হয় ২ পাচারকারীকে। যার মুল্য ৪ কোটি ৫৬ লক্ষ২২ হাজার টাকা।বিজিবির একেরপর এক স্বর্ণেরবার উদ্ধারের সাফল্যে ধন্যবাদ জানিয়েছেন সীমান্তের নাগরিকেরা। এই আটক অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ