শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সেনা অভিযানে অস্ত্র,মদ সহ আটক ২

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক:নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার লক্ষীভান্ডার নামে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিরা হলেন, নড়াইল সদরের মুশুড়ি গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু  ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টা থেকে রাত ১ টা পর্যন্ত নড়াইল সেনা ক্যাম্পের সদস্যদের সাথে জেলা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুৃদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশিয় অস্ত্র কেনাবেচা করে আসছিলেন রূপগঞ্জ এলাকার লক্ষী ভান্ডারের মালিক পলাশ কুন্ডু। বুধবার রাতে সেনাবাহিনীর অভিযানের খবরে দোকানের মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস নামের দুই কর্মচারি। তাঁরা রাতে দোকান ঘরেই অবস্থান করেন। মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০ টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮ টি বিদেশি চাকু, ১৯ টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক জব্দ করা হয়।

 

পরে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম (বৃহস্পতিবার দূপুর ২টায়) বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ