কেশবপুর (যশোর) প্রতিনিধি:
বৃহস্পতিবার দুপুরে যশোরের কেশবপুরে টিসিবি( স্মার্ট ফ্যামিলী কার্ড) কার্ড ধারীরা মাল না পেয়ে যশোর – সাতক্ষীরা সড়ক ঘণ্টা ব্যাপী অবরোধ করে রাখেন।
এ ঘটনা জানতে পেরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেশবপুর সহকারী কমিশনার ভূমি শরিফ নেওয়াজ তাৎক্ষনিক কেশবপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিসিবির কার্ডধারীদের উদ্দেশ্যে সান্তনা বক্তব্য দেন এবং আগামী তিন দিনের মধ্যে বাদ বাকি মাল দেওয়ার আশ্বাস দিয়ে কার্ডধারীদের শান্তনা দেওয়ার পর কার্ডধারীরা যশোর -সাতক্ষীরা সড়ক অবরোধ তুলে নেন।
অধিকাংশ কার্ধারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন টিসিবির ডিলার আব্দুল বারিক মালামাল অতিরিক্ত মুনাফা পেয়ে অন্যত্র বিক্রি করে জনগনের চাপে পালিয়ে যায়।

