শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

খুশির রাতে আরেকটি ‘স্পেশাল ট্রফি’ পেয়ে চমকে গেলেন মেসি

আরো খবর

খুশির রাতে আরেকটি ‘স্পেশাল ট্রফি’ পেয়ে চমকে গেলেন মেসিX
বুধবার ইউরোজয়ী ইতালিকে উড়িয়ে ‘ফাইনালিসিমা’ ট্রফি জিতেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই রাতেই আরেকটি ‘সারপ্রাইজ গিফট’ পেয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন অধিনায়ককে চমকে দিয়ে তার হাতে কোপা আমেরিকার একটি রেপ্লিকা ট্রফি তুলে দিয়েছেন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন বা কনমেবল সভাপতি আলেসান্দ্রো ডমিঙ্গেজ।

গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার ফাইনালিসিমা ট্রফির সঙ্গে কোপা আমেরিকার একটি রেপ্লিকা ট্রফিটিও দেশে নিয়ে যেতে পারছেন মেসি, যেটি শুধু তার জন্যই আলাদা করে বানানো।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে কনমেবল সভাপতি দুই ট্রফি আর মেসির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সর্বশেষ আসরে আর্জেন্টিনা যে কোপা আমেরিকা জিতেছে, তার রেপ্লিকা মেসিকে দিতে পারা আসলেই খুব আনন্দের।’

কনমেবল সভাপতি ইতালির বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন। তিনি যোগ করেন, ‘যদি আলবিসেলেস্তেরা এমন উঁচুমানের খেলা চালিয়ে যেতে পারে, তবে বিশ্বকাপে তারা শিরোপার দাবিদারদের মধ্যে একটা থাকবে। এগিয়ে চলো মেসি, এগিয়ে চলো আর্জেন্টিনা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ