শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার পণ্য চালান আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক/বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল থেকে কাগজপত্রবিহীন একটি কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ঔষধ, মোটরসাইকেলের টায়ার এবং কসমেটিকস পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা।

সোমবার দিবাগত রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভবেরবেড় হাইরাস্তায় উপর থেকে অবৈধ পণ্যসহ ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬ ট্রাক আটক করা হয়।

বিজিবি জানায়, বেনাপোল ভবেরবেড় পাকা রাস্তার উপর হতে ঢাকা গামী মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশীর জন্য থামিয়ে কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু তারা কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করে বেনাপোল ক্যাম্পে আনা হয়। এসময় কাগজপত্রবিহীন ট্রাকে থাকা ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি ও ৭৪,৪৫৫ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

 

আটককৃতরা হলেন,মাগুরা জেলার মাগুরা থানার হাজীরোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে আঃ মালেক ও একই থানার শিবরামপুর পাড়া গ্রামের শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার।

আটককৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, বেনাপোল নামাজগ্রামের বাবুল হোসেনের ছেলে বিল্লাল ২০ হাজার টাকার চুক্তিতে মালামালগুলো বেনাপোল বন্দর থেকে ঢাকার মিরপুর পর্যন্ত বহন করতে দিয়েছিলো।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল ও ট্রাকসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ