বিনোদন ডেক্স:বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউবে তার অভিনীত নতুন নাটকগুলো নিয়মিত প্রকাশ পাচ্ছে এবং দর্শকের মধ্যে সাড়া ফেলছে। সম্প্রতি তিনি সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এ কাজ করছেন। এই নাটকে তানিয়া ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যেখানে তাকে কনের ভূমিকায় দেখা যাবে।
নাটকের শুটিংয়ের সময় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘নাটকে আমার বিয়ে হচ্ছে। গল্পটা পারিবারিক ও সুন্দর। অনেক বছর পর আবার একটি সিরিয়ালে অভিনয় করছি। চরিত্রটি পড়েই ভালো লেগেছে।’
পূর্বের অভিজ্ঞতা নিয়ে তানিয়া বলেন, ‘অন-স্ক্রিন অনেকবার কনে হয়েছে, তাই কিছুটা পরিচিত মনে হচ্ছে। কিন্তু প্রত্যেক চরিত্র আলাদা, তাই সেই দিকটা নতুনত্ব নিয়ে আসে।’
বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে অভিনেত্রী আরও জানান, ‘বিয়ের আগের দিনের অনুভূতি যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয়, তবে খুবই সুন্দর। আর ভালোবাসার মানুষের সঙ্গে না হলেও যদি অ্যারেঞ্জড ম্যারেজ হয়, যেমন এই নাটকের গল্পে, তাতেও মায়া একদিকে নার্ভাস, একদিকে এক্সাইটেড। নতুন পরিবারে মানিয়ে নেওয়ার চিন্তাই মূল বিষয়।’
তানিয়া আরও বলেন, ‘নিজের পরিবার থেকে আলাদা হয়ে নতুন পরিবারে যাওয়ার ফলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে বা সামনে কী ঘটবে, তা নিয়েই নার্ভাস। তবে এই পুরো অনুভূতি চরিত্রটিকে প্রাকৃতিক ও প্রাণবন্ত করেছে।’

