সুমন হোসাইন: বেনাপোলে ৩৩ জনসহ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪৮৫ রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়। এই প্রজ্ঞাপনে বেনাপোল কাস্টম হাউসের ১৮ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি ও ১৫ জনকে পদায়ন করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউস থেকে বদলি হওয়া রাজস্ব কর্মকর্তারা হলেন, মোঃ সেলিম হোসেন,মোঃ আলমগীর হোসেন,মোঃ জহুরুল ইসলাম,মোঃ আরিফুল ইসলাম,মোঃ আব্দুল হেলিম ভূঞা,আজিজ খান,মাসুদুর রাহমান,মোঃ রুহুল আমিন মুন্সী,মোঃ আবু তাহের,মোঃ আব্দুস সামাদ আজাদ ,মোঃ মিজানুর রহমান,মোঃ রেজাউল করিম,শেখ জাহিদুর রহমান,জি. এম নাজমুল সিরাজী,শিবলী নোমানী খান,জাকির হোসাইন,মোঃ আবদুল গনি ও মাহবুব আলম।
এদিকে যাদেরকে পদায়ন করা হয়েছে তারা হলেন মোঃ শফিকুল ইসলাম,
ফরহাদ হোসেন,সামসুল হক,অতুল চন্দ্র বর্ধন,হারাধন চন্দ্র পাল ,মোঃ সনজু মিয়া,উদ্ধব চন্দ্র পাল,তপন কুমার দাশ,মোঃ আরিফুল ইসলাম,মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো: শফিকুল ইসলাম (২) মো: মোস্তফা কামাল পাশা, মুহাম্মদ মাহমুদুল হক সৌরভ, মোহাম্মদ কামাল হোসেন, মো: হাফিজুর রহমান, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো: শফিকুল ইসলাম (২) মো: মোস্তফা কামাল পাশা, মুহাম্মদ মাহমুদুল হক সৌরভ ওমো: হাফিজুর রহমান।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-১ এর দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মুনছুর সই করা এক প্রজ্ঞাপনে ৪৮৫ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস হাউস ও কাস্টমস বন্ড কমিশনারেটসমূহ ব্যতিত অন্যান্য সকল দপ্তর হতে পদায়নকৃত কর্মকর্তাগণ পদায়িত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৬ অক্টোবর-২৫ তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থল হতে অবমুক্ত হবেন।
এর অগে (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে একদিনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল। গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দফতরে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল চলছে।

