শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে রোহিতা ইউনিয়ন পরিষদ: প্রশাসক পদে রদবদল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাসকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থানে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা কৌশিক ব্যানার্জি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের স্বাক্ষরিত অপর এক আদেশে রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন কারাগারে থাকায় সমবায় কর্মকর্তা রনজিত দাসকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউপি সদস্যদের সঙ্গে তার বিরোধ শুরু হয়।
ইউপি সদস্যদের অভিযোগ, প্রশাসক রনজিত দাস পরিষদের কাজে স্বেচ্ছাচারিতা শুরু করেন। গ্রাম্য আদালতসহ পরিষদের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সদস্যদের মতামত না নিয়ে একক সিদ্ধান্ত নিতেন। এছাড়া পরিষদে সরকারি বরাদ্দ না থাকা সত্ত্বেও নিজের কক্ষ সাজানোর জন্য ১০ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ১২ জন ইউপি সদস্য গত ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিত অনাস্থা দেন।
এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রশাসক সপ্তাহে দুদিন অফিসে আসতেন। কিন্তু তিনি আমাদের সাথে আলোচনা না করে নিজের মতো কাজ করতেন। এমনকি আমাদের কর্মচারীর মতো ব্যবহার শুরু করেন।”
অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন রনজিত দাসকে প্রত্যাহার করে কৌশিক ব্যানার্জিকে নতুন প্রশাসক নিয়োগ দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, “প্রশাসক নিয়োগ সংক্রান্ত পরিপত্রে বলা আছে, কোথাও প্রশাসককে ঘিরে জটিলতা তৈরি হলে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া যাবে। সেই অনুযায়ী জেলা প্রশাসক মহোদয় রোহিতা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন।”
অন্যদিকে, প্রত্যাহার হওয়া সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাস বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর আর্থিক কোনো কাজ করার সুযোগই পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ ছাড়াই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমার প্রতি অবিচার ও অপমান।”

আরো পড়ুন

সর্বশেষ