কেশবপুর প্রতিনিধি:
যশোর, ২৬ শে সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর প্রথম অডিশনে ‘ইয়েস কার্ড’ পেয়েছেন যশোরের কেশবপুর উপজেলার মেয়ে সোনালী মল্লিক।
কেশবপুরের সরাপপুর গ্রামের মাস্টার ও সাংবাদিক কন্যা সোনালী মল্লিক দেশাত্মবোধক ও লোকগীতি বিভাগে ‘খ’ গ্রুপে অংশ নিয়ে এই গৌরব অর্জন করেন। তার অসামান্য প্রতিভা এবং পরিবেশনা বিচারকদের মুগ্ধ করে, যার ফলস্বরূপ তিনি বিভাগীয় পর্যায়ে যাওয়ার জন্য ‘ইয়েস কার্ড’ লাভ করেন।
সোনালী মল্লিকের এই সাফল্যে তার পরিবারে বইছে আনন্দের বন্যা। মেয়ের এই প্রথম ধাপের অর্জনে উচ্ছ্বসিত তার বাবা, মাস্টার ও সাংবাদিক সুশান্ত মল্লিক তিনি বলেন সোনালীর এই সফলতা আমাদের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। আমরা সবসময় চেয়েছি সে তার নিজের পছন্দের পথে এগিয়ে যাক। ‘নতুন কুঁড়ি’ বাংলাদেশের অন্যতম সেরা প্ল্যাটফর্ম, আর সেখানে প্রথম ধাপেই ‘ইয়েস কার্ড’ পাওয়াটা তার কঠোর পরিশ্রমের ফল।
আমার মেয়ে সবসময় গানকে মন থেকে ভালোবাসে। আমরা আশা করি, সে তার এই প্রতিভা দিয়ে আরও বহুদূর যাবে। বিভাগীয় পর্যায়েও সে যেন ভালো ফল করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।
সোনালীর এই অর্জন কেশবপুর তথা বৃহত্তর যশোর অঞ্চলের অন্যান্য ছোট প্রতিভাদেরও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।”
স্থানীয়রা মনে করেন সোনালী মল্লিকের এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো কেশবপুর উপজেলার জন্য একটি গর্বের বিষয় হয়ে উঠেছে। স্থানীয়রা আশা করছেন, সোনালীর এই সাফল্য এলাকার সুপ্ত প্রতিভা বিকাশে নতুন উদ্দীপনা যোগাবে। সোনালীর শুভাকাঙ্ক্ষীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতিযোগিতার পরবর্তী ধাপে তার পারফরম্যান্স দেখার জন্য।
এই প্রতিযোগিতায় সোনালীর পরবর্তী ধাপের জন্য তার প্রস্তুতি এবং পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে তার শুভাকাঙ্ক্ষীরা।

