শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 প্রেমিকের হাত ধরে স্ত্রী লাপাত্তা, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

আরো খবর

একাত্তর ডেস্ক:সাধারণত দাম্পত্য সঙ্গী চলে গেলে অনেকে হতাশায় ভেঙ্গে পড়েন, কেউ বা দীর্ঘদিন বিষণ্নতায় ভোগেন। তবে মুন্সীগঞ্জের এক ব্যক্তি যেন এর ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। সম্প্রতি ওই ব্যক্তির স্ত্রী পরকীয়ার টানে অন্যের সঙ্গে চলে যান।

এ ঘটনার দেড় মাসের মাথায় কন্যা সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

সার্ভেয়ার পেশার কামাল হোসেনের সঙ্গে সাবেক স্ত্রীর সংসার টিকেছিল প্রায় এক যুগ। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে গত ১০ আগস্ট সন্তানদের ফেলে রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী। পরে জানা যায়, তিনি স্বামী কামালকে তালাকও দিয়েছেন।

 

 

কামাল হোসেন বলেন, ‘পুরুষ নির্যাতনের কথা সমাজে খুব কমই উচ্চারিত হয়। আমার সংসারে কোনো অভাব ছিল না। কাজের কারণে দিনের অনেকটা সময় বাইরে থাকতে হলেও সব দায়িত্বই পালন করেছি। কিন্তু আগস্টে স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যায়। পরে জেনেছি, মুন্না নামের এক যুবকের সঙ্গে গিয়েছে। তখনই ঠিক করি, ভেঙে পড়ব না। নতুন করে জীবন শুরু করব।’

 

তিনি আরও জানান, ‘সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে। সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে। তাই তাকে চমক দেওয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি। সবার কাছে দোয়া চাই।’

 

এদিকে অনেকে বলছেন, ভেতরের কষ্টকে প্রশমিত করতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কামাল, যেন সাবেক স্ত্রীকে দেখাতে পারেন, পুরুষের জীবনও থেমে থাকে না।

এদিকে হেলিকপ্টারে চড়ে বরের আগমন দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় অনেকে।

 

সূত্র: ইত্তেফাক

আরো পড়ুন

সর্বশেষ