শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে গার্লস গাইড ও স্কাউটস ভলেন্টিয়ারদের নিয়ে কর্মশালা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার  জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে (অমিত্রাক্ষর) শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম  শীর্ষক প্রকল্পের আওতায় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ারদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোঃ আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সিনিয়ার তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিভিল সার্জন মোঃ মাসুদ রানা,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মোঃ রফিকুল হাসান,জেলা শিক্ষা অফিসার  মোঃ মাহফুজুল হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক  নাসিমা বেগম জেলা স্কাউটস সম্পাদক  মোঃ রবিউল ইসলাম, গার্লস গাইড সম্পাদক চাঁদ সুলতানা ও খুলনা অঞ্চলের স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদার।

 

এই ওরিয়েন্টেশন কর্মশালায় যশোর জেলার আট উপজেলার ৪৫ জন গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ