শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ইউএনও রেকসোনার উদ্যোগে বিনামূল্যে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন এর মানবিক উদ্যোগে এলাকার জলাতঙ্ক রোগে আক্রান্তদের জন্য বিনামূল্যে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ২০০ ভায়াল ভ্যাকসিন সরবরাহ করা হয়।

প্রথম বার ১০০ ভায়াল ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ইউএনও রেকসোনা খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রকৌশলী নাজিমুল হক এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

কেশবপুর উপজেলায় বিরল প্রজাতির কালোমুখ হনুমান এবং বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। প্রতি মাসে গড়ে ৪০-এর অধিক রোগী কুকুর ও হনুমানের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সরকারি হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ভুক্তভোগী রোগীদের প্রায়শই দুর্ভোগ পোহাতে হতো।

বিষয়টি মানবিক ইউএনও রেকসোনা খাতুনের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত উপজেলা পরিষদ ও কেশবপুর পৌরসভার অর্থায়নে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। এর আগে তিনি আরও ৪০০ ভায়াল ভ্যাকসিন সরবরাহ করেছিলেন।

জনহিতকর বিভিন্ন কাজের মাধ্যমে ইউএনও রেকসোনা খাতুন ইতোমধ্যেই কেশবপুর উপজেলার সাধারণ মানুষের ব্যাপক ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। এই বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচির ফলে এলাকার দরিদ্র ও ভুক্তভোগী মানুষজন এখন বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন।

আরো পড়ুন

সর্বশেষ