শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সচেতন নারীদের সাথে মতবিনিময় করেছেন অ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার দুপুরে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করে সচেতন নারী সমাজ।
এতে স্থানীয় নারী নেতৃবৃন্দ , শিক্ষক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা অংশ নেন। সেসময় সচেতন নারী সমাজের পক্ষ থেকে অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, রোকসানা আক্তার পলি, রেবেকা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলার কয়েক হাজার নারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষিত ও সচেতন নারী সমাজ দেশের উন্নয়নকে তরান্বিত করতে পারে । এজন্য নারীদের আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে আসতে হবে। নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।

