বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা ও বেনাপোলে রাতারাতি বেড়ে গেছে চাউলের দাম। মোটা ও চিকন প্রতিকেজিতে বেড়েছে ৪ থেকে ৮টাকা। ফলে নাভিম্বাস বাড়ছে নিন্ম আয়ের মানুষ সহ ক্রেতাসাধারনের। অসাধু ব্যাবসায়িদের কারসাজিকে দায়ী করছেন ভুক্তভোগীরা।
ধান ও চাউলের ভরা মৌসুমে হঠাঃ করে বেড়ে গেছে মোটা ও চিকন চাউলের দাম। তিনদিন আগে বেনাপোল শার্শা নাভারন ও বাগআচড়া বাজারে মোটা চাউল৩৮টাকা। চিকন চাউল৪৬থেকে৪৮ টাকা বিক্রি হলেও গত একদিনের ব্যাবধানে রাতারাতি প্রতিকেজিতে দাম বেড়েছে ৪থেকে৮টাকা। চাউলের মোকামে দাম বাড়ায় বেশী দামে বিক্রি করছেন মোটাও চিকন চাউল। সরবরাহ বাড়লে কমবে দাম জানান ব্যাবসায়িরা। বেশীদামে চাউল কিনতে নাভিম্বাস বাড়ছে বলে জানান ক্রেতারা বাজার মনিটরিয় নেই বেনাপোলে।###
বেনাপোলে চালের দাম প্রতিকেজিতে বেড়েছে ৪ থেকে ৮টাকা

